Looking For Anything Specific?

ads header

হৈমন্তী -রবিন্দ্রনাথ ঠাকুর। Hemanti - Bangla Golpo By Rabindranath Tagore

হৈমন্তী -রবিন্দ্রনাথ ঠাকুর। Hemanti - Bangla Golpo By Rabindranath Tagore

rabindranath tagore choto golpo in bengali pdf rabindranath thakur golpo rabindranath thakur chotoder golpo choto golpo definition by rabindranath tagore, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমগ্র রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সমগ্র রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমগ্র pdf rabindranath thakur golpo রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ল্যাবরেটরি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নাম,


কবে যে সাদা মনটির উপর একটু রঙ ধরিল, চোখে একটু ঘোর লাগিল, তাহা ঠিক করিয়া বলিতে পারিব না।

উপরের কথা গুলো গল্পের প্রধান চরিত্র হৈম সম্পর্কে তার স্বামী অপুর। ‘হৈমন্তী’ রবি বাবুর অসাধারণ সৃষ্টি ছোট গল্প গুলোর একটি।রবীন্দ্র গল্পগুচ্ছের অন্তর্গত হৈমন্তী পড়েনি এমন মানুষ খুব কমই আছে। প্রকৃতপক্ষে কি আছে এই গল্পে?যারা পড়েননি তাদের জন্য ছোট্ট একটা রিভিউ দেওয়াই যায়..

সপ্তদশী রমণী হৈমন্তীর সাথে গল্প কথক অপুর বিয়ের সম্বন্ধের কথাবার্তা দিয়ে শুরু। বাঙ্গালী হিন্দু সমাজে যখন এগারো এর পরই মেয়েদের বিবাহের বয়স পার হয়ে গেছে বলে ধরা হয় তখন সতের বছরের হৈমকে সমাজ বুড়ি খেতাবই দিয়ে ফেলেছে! তবুও কন্যার বাবা ভালো পাত্রের সন্ধানে সবুর করিতে চাহিলেন। কিন্তু বরের বাবা সবুর করিতে চাহিলেন না। সম্পদের লোভে ও বড় অঙ্কের পণ নিয়ে এক সময়ে রাজার ভূত্য বড়লোক বাপের একমাত্র কন্যা হাত ছাড়া করিতে চাহিলেন না। অতিশীঘ্রই বিয়ের আয়োজন হলো।

বিয়ের পর কিছুদিন অতি সুখেই দিন কাটতে লাগলো। মেয়ের বাপের সম্পদের লোভে পুত্রবধূর অধিক বয়স মেনে নিলেও সমাজ তা মেনে নেয় নাই। সত্যবাদী হৈমন্তী সবার সামনে শাশুড়ির কথার বিরুদ্ধে নিজের আসল বয়স বলে দিলে সমস্যার শুরু হয়। তবুও একসময় কন্যার বাপের সমস্ত ধনদৌলত পাওয়ার কথা মাথায় রেখে সমস্যা বাড়লো না। যখন সংবাদ আসলো, কন্যার বাপের বিশাল ধনভাণ্ডারের কাহিনী ভুয়া তখন থেকেই হৈম শুলে চড়লো।

অপুর স্বামী হিসেবে দুর্বল ব্যক্তিত্বের পরিচয় গল্পে প্রকটভাবে ফুটে উঠেছে। পরিবারের মতামতের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে আটকাতে পারেনি। সবশেষে বলা যায়, হৈমন্তী রবীন্দ্রনাথের এক অনবদ্ধ রচনা। উনার নিজস্ব ট্রেডমার্ক লেখার স্টাইল, নাটকীয় মোড়, আকর্ষণীয় উপস্থাপনা পাঠককে নতুন কিছুই দিবে। তবে আর দেরী কেন? পড়তে শুরু করুন আজই…

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ